বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত উপজেলার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেছে লামা তথ্য কার্যালয়। আজ (২৭ মার্চ) বুধবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি অস্থায়ী প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন লামা তথ্য অফিসার মো, রুহুল আমিন চৌধুরী,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব উপদেষ্টা সাংবাদিক মাঈন উদ্দীন খালেদ,সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল প্রমূখ ।
অনুষ্ঠানে লামা তথ্য কর্মকর্তা মো, রুহুল আমিন চৌধুরী এক প্রেস-ব্রিফিং এ বলেন, বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করার লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। তার মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, অর্থনৈতিক প্রবৃদ্ধি,ডি,জি,এফ-ভি,জি,ডি সুবিধা ,রেমিট্যান্স প্রাপ্তি, বিদ্যুৎ উৎপাদন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, শিক্ষা-ভাতা, ইন্টারনেট ও ই-সেবাসহ নানা বিষয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে দেশকে আরো এগিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা হয়।