নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফাহিম, সম্পাদক রশিদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে ফাহিম ইকবাল চৌধুরী খাইরু সভাপতি ও আব্দু রশিদ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

আজ শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। এর আগে দুপুর ৩ টার দিকে সম্মেলন শুরু হয়।

NewsDetails_03

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হাসানের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাস। সভায় আরোও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু কেলু মং মার্মা, যুগ্ন-আহ্বায়ক মুহাম্মদ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগ সদস্য আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী, জেলা যুবলীগ সদস্য বাবু চুই থিং মার্মা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো, ইমরান, জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংহ্লা ওয়াই মার্মা প্রমূখ। এসময় উদ্বোধক হিসেবে উপজেলা যুবলীগ সভাপতি মো, জসিম উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন মো, আলী হোসেন মেম্বার।

সভাপতি পদে দুইজন, ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, রেজা উর রহমান ও সাধারণ সম্পাদক পদে চারজন, মো, ফরিদ উল্লাহ, আনছার উল্লাহ,আব্দুর রশিদ ও মুন্না বড়ুয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে কাউন্সিলরদের ভোট সর্বমোট ১৩১ ভোটের মধ্যে ভোট কাস্টিং হয়েছে ১২২ ভোট। প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ফাহিম ইকবাল চৌধুরী খাইরু ১০৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্ধি রেজাউর রহমান পেয়েছেন ১৮ ভোট। সাধারন সম্পাদক পদে আব্দুর রশিদ পেয়েছেন ৫৫ ভোট তার প্রতিদ্বন্ধি হিসেবে ফরিদ উল্লাহ পেয়েছেন ৪৫ ভোট।

কাস্টিং ভোটের মধ্যে ১টি ভোট নষ্ট হিসেবে গন্য করা হয়েছে। আজ শুক্রবার সন্ধায় ৭ টা থেকে সাড়ে ৭টার দিকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসব মুখর পরিবেশে কাউন্সিলরদের ভোট গ্রহন শুরু হয়।

আরও পড়ুন