অবশেষে আগামী এক বছরের জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজী এম,এ কালাম সরকারি কলেজ শাখার ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন বান্দরবান জেলা ছাত্রলীগ।
গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাইক্ষ্যংছড়ি হাজী এম,এ কালাম সরকারি কলেজ শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কমিটির মেয়াদ আাগামী এক বছর। বিষয়টি ২৪ সেপ্টেম্বর দুপুরে নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইফতেখার উল আবরার।
তিনি বলেন, গত ১১ জানুয়ারি জেলা ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ সেলিমকে সভাপতি এবং ইফতেখার উল আবরারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন জেলা ছাত্রলীগ।
তবে ইতিমধ্যে কেন্দ্রীয় ঘোষিত বিএনপি-জামায়তের বিরুদ্ধে প্রতিবাদ সভা-মিছিলসহ বিভিন্ন কলেজ কর্মসূচী থাকার কারনে এবং কলেজের ইয়ার ক্লাসের পরিক্ষা চলার কারনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা কালক্ষেপন হয়ে ৮ মাসের পর জেলা ছাত্রলীগ অনুমোদন দিয়েছেন গত ১৩ সেপ্টেম্বর রাতে।
তিনি আরও বলেন-এই কমিটি আগামীতে কেন্দীয় এবং জেলা ছাত্রলীগের যে কোন সাংগঠনিক কর্মসূচী পালন ও আগামী জাতীয় সাংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ের লক্ষে ভোটের মাঠে কাজ করতে আমরা সবসময় প্রস্তুত।
এই ছাত্রলীগে অনুমোদিত কমিটিতে পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন– মুহাম্মদ সেলিম ও সাধারণ ইফতেখার উল আবরার।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে কামরুল ইসলাম (লাদেন), কামরুল ইসলাম কায়সার, শারাফাত হোছাইন, তাজিম উদ্দীন(তাজু), সুমাইয়া তাসনিন, মু, মোরশেদ ইকবাল, সাজিদুল ইসলাম সাজিদ খাইরুল আমিন।
সহ-সাধারণ সম্পাদক পদে হাসান আকবার আবির, ইসরাত হাসান মুজিব, রফিকুল ইসলাম (২), রিয়াজ উদ্দীন (তুফান),আমান উল্লাহ বাবু ।
সাংগঠনিক সম্পাদক পদে মাহামুদুল হক ডালিম,নরুল আজিম অপি, রফিকুল ইসলাম (২), নিনিং মার্মা। এছাড়া শাহীন উদ্দীন (জুসেফ)কে প্রচার সম্পাদক আর শান্ত তংচংগ্যাকে দপ্তর সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন তারা।