নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডেস্থ আলুগোলা মাঠ এলাকার জামে মসজিদের সামনের সড়কের উপর থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৯ শত ৪০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত মো, জুবায়ের ওরফে লালু মিয়া (২৮) কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতু পালং রোহিঙ্গা শরনার্থীর ৭নং ক্যাম্পের এ/১ নং ব্লকের হেড মাঝি আব্দুল গণির অধিনস্থ মৃত মো: হাশেমের পুত্র।

NewsDetails_03

তাকে রবিবার (১৫ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে ঘুমধুম সীমান্তের আলুগোলা মাঠ এলাকা থেকে আটক করা হয়। আজ ১৬ আগষ্ট (সোমবার) সকালে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো: জুবায়ের প্রকাশ লালু মিয়া একজন খুচরা ইয়াবা ব্যবসায়ী। সে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর রোহিঙ্গা যুবকদের কাছে এসব ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলা সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ আলুগোলা মাঠ এলাকার মসজিদের সামনের সড়কের উপর থেকে অভিযান চালিয়ে হাতেনাতে ৯শত ৪০পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮২ হাজার টাকা।

এ ব্যাপারে তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হয়েছে এবং সোমবার (১৬ আগষ্ট ) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীকে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ঘুমধুম তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেন।

আরও পড়ুন