বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ফের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্তের ৪৩ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ব্যক্তি হলেন, মিয়ানমারের বলিবাজারের পুরান মাইজ্জা এলাকার বাসিন্দা মোহাচ্ছের আলীর পুত্র মো. নুরে আলম (২৫)।
স্থানীয় সুত্রে জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা বড়ছনখোলা আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গা শরনার্থী সীমান্ত পার হয়ে গরু আনতে গেলে জিরো পয়েন্টে স্থল মাইন বিস্ফোরণে নিহত হয় সে। নিহত নুরে আলম চাকঢালা বড়ছনখোলা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থাকত।
জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম সরওয়ার কামাল বলেন, সন্ধ্যায় গরু আনতে গেলে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরনে রোহিঙ্গা যুবক নিহত হয়।