নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী মুক্ত

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র একটি টহল দল দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুরের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেকুবুনিয়া পাড়ার ভালুকখাইয়া সীমান্ত থেকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ডেকুবুনিয়া পাড়ার মৃত্যু মোঃ হোসেনের পুত্র মোঃ আয়াছ (৩০) ও টেকনাফের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মকতুল হোসেনের পুত্র মোঃ ইসমাইল (৩২)কে নিয়ে যায়।
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি টহল দল নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯ পিলার এর মাঝামাঝি বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে পানের বরজে কাজ করতে যাওয়া এই দুই ব্যক্তিদের ধরে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন আজ মঙ্গলবার রাত পৌনে ৮টায় জানান, সীমান্ত থেকে নিয়ে যাওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে, তারা উপজেলা সদরে ফিরে আসছে।

আরও পড়ুন