নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পূজা

NewsDetails_01

মায়ের পায়ে পুষ্পার্ঘ্য, বিদ্যা লাভের আশায় সমবেত প্রার্থনা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ এবং ভক্তিমূলক সংগীতানুষ্ঠান এর মাধ্যমে রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধী মেনে কাপ্তাইয়ের রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দির, চন্দ্রঘোনা আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ, কর্নফুলি সরকারি কলেজ, লগগেইট জয়কালী মন্দির, ওয়াগ্গা মন্দির, বিএসপিআই পুজা মন্ডপ সহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

NewsDetails_03

এদিকে সরস্বতী পূজা উপলক্ষে মিশন এলাকার সনাতন যুব সমাজের আয়োজনে আদি নারায়ণ বৈদান্তিক গীতা মন্ডপ প্রাঙ্গনে শনিবার গীতাপাঠ, প্রসাদ বিতরণ, সংবর্ধনা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও সঙ্গীতা দত্তের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া রাইখালী ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরে সরস্বতী পূজা উপলক্ষে পিঠা উৎসব এর আয়োজন করা হয়। এতে চিতল পিঠা, ভাপা পিঠা, দুধ চিতল পিঠা, পুলি পিঠা সহ নানা প্রকার পিঠা পরিবেশন করা হয়।

ওয়াগ্গা সরস্বতী পূজা মন্ডপ এবং কর্ণফুলি সরকারি কলেজ সনাতন বিদ্যার্থীদের আয়োজনে গীতাপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন