নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

purabi burmese market

সারা দেশের মত যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে পালিত হচ্ছে মহান বিজয় দিবস ।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

এরপর সকাল ৮টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পুলিশ বাহিনীর সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার।

পরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন অতিথিরা।

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল কুদ্দুস, রেজা সরোয়ারসহ সরকারী-বেসরকারী উর্ধতন কর্মকর্তাবৃন্দ স্ব্যাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন।

dhaka tribune ad2

এ ছাড়াও ভার্চুয়ালি মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, ও দেশাত্ববোধক গানসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটিকে পালন করছে প্রশাসন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।