নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

purabi burmese market

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস ।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের অডিটরিয়ামে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্য সা প্রু, সদস্য সিং ইয়ং ¤্রাে সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।

এদিকে সকালে বান্দরবানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সকালে বান্দরবানের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী । এরপরে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার এবং পর্যায়ক্রমে প্রশাসনের বিভিন্ন দফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বীর শহীদ বুদ্ধিজীবীদের ।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।