“থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ সমাজে পরিবারে জ¦লবে আশার অলো ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বান্দরবান শিশু একাডেমী ও জেলা প্রশাসনের আয়োজনে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্টিত হয় ।

পরে দিবসটি উপলক্ষে স্থানীয় বঙ্গব›ন্ধু মুক্তমঞ্চে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে এই সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:হারুন-অর-রশিদ, জেলা ম্যাজিষ্ট্রেট মফিদুল আলম,বাংলাদেশ শিশু একাডেমী বান্দরবান জেলা শাখার পরিচালক শিলাদিৎ মুুত্তসুদ্দিসহ প্রমুখ।
এসময় আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ,এই ছোট শিশুরা একদিন এই দেশের হাল ধরবে ,আর তাদের সঠিকভাবে বেড়ে ওঠতে সমাজের সকলের সহযোগীতা প্রয়োজন।