আজ শুক্রবার সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ী বাঙ্গালীর সমন্বয়ে বিভিন্ন গনসংযোগ ও পথ সভায় দীপংকর তালুকদার এ কথা বলেন।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙ্গামাটির মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু,রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, রাঙ্গামাটি জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা যুব মহিলালীগের সভানেত্রী রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি,বগাছড়ি,ইসলামপুর,নানিয়ারচর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা করেন এবং ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।