নানিয়ারচরে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা-কে (৫৫) গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার (০৭ডিসেম্বর) সকালে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্য মণি মূর্তি নামক স্থানে তাকে হত্যা করা হয় বলে সশস্ত্র সংগঠনটি দাবি করছে।

NewsDetails_03

স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার সকালে ইউপিডিএফ’র সংগঠক গিরি চাকমা নামের এক ব্যক্তিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্য মণি মূর্তি নামক স্থানে কয়েকজন সন্ত্রাসী গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এদিকে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ইউনিটের সংগঠক শান্তি দেব চাকমা তাদের সংগঠক-কে হত্যার জন্য নব্যমুখোশ সংস্কারবাদী সন্ত্রাসীদেরকে (ইউপিডিএফ সংস্কার) দায়ি করেছে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা।

রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌ‌হিদ বলেন- আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এলাকাটি বেশ দুর্গম। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। এখনো কোন মরদেহ খুঁজে পায়নি।

আরও পড়ুন