রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক সুবাহু চাকমা ওরফে গিরি চাকমা-কে (৫৫) গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (০৭ডিসেম্বর) সকালে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্য মণি মূর্তি নামক স্থানে তাকে হত্যা করা হয় বলে সশস্ত্র সংগঠনটি দাবি করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার সকালে ইউপিডিএফ’র সংগঠক গিরি চাকমা নামের এক ব্যক্তিকে উপজেলার সাবেক্ষং ইউনিয়নের রাঙিপাড়ার সূর্য মণি মূর্তি নামক স্থানে কয়েকজন সন্ত্রাসী গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
এদিকে ইউপিডিএফ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ইউনিটের সংগঠক শান্তি দেব চাকমা তাদের সংগঠক-কে হত্যার জন্য নব্যমুখোশ সংস্কারবাদী সন্ত্রাসীদেরকে (ইউপিডিএফ সংস্কার) দায়ি করেছে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান তারা।
রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন- আমরা স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি শুনেছি। এলাকাটি বেশ দুর্গম। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। এখনো কোন মরদেহ খুঁজে পায়নি।