নাফাকুম পর্যটন এলাকা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার নাফাকুম পর্যটন স্পট
বান্দরবানের থানচি উপজেলার দূর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাকুম এলাকা থেকে আরিফুল ইসলাম ফাহিম (২৭) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তার বাড়ি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেত এলাকায় বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে স্থানীয়রা নাফাখুমের একটা খালের কিনারা থেকে তার লাশ উদ্ধার করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল হক মৃদুল জানান, থানচির দূর্গম রেমাক্রি থেকে নাফাকুম যেতে কয়েকটি খাল রয়েছে । আর এসব খালের উপর দড়ি ব্যবহার করে একপাশ থেকে অপর পাশে যেতে হয়। নাফকুমে যাওয়া ৬ জনের ওই পর্যটক দলের মধ্যে আরিফুল ইসলাম গোসল করার জন্য খালের উপরের দড়ি থেকে হঠাৎ লাফ দেয়, তার পরনে কোন লাইফ জ্যাকেট ছিল না । আর খালের অতিরিক্ত পানির স্রোতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের জন্য ওই দূর্গম এলাকায় গেছে বলে জানিয়েছেন থানচি থানা পুলিশ ।

আরও পড়ুন