নারায়ণগঞ্জের রিসোর্টে জনতার হাতে ঘেরাও হেফাজত নেতা মামুনুল হক

purabi burmese market

নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে বেড়াতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

আজ শনিবার (৩ এপ্রিল) বিকেলে রিসোর্টের পঞ্চম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে ঘেরাও করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মামুনুল হক নারীসহ একটি রিসোর্টে অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়দের দাবি, অনৈতিক কাজের জন্যই মামুনুল হক এই রিসোর্টকে বেছে নিয়েছেন। পুরো ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এদিকে মামুনুল দাবি করেন, তার সঙ্গে থাকা ওই নারীর নাম আমেনা তৈয়বা। যিনি তার দ্বিতীয় স্ত্রী। তাকে নিয়ে তিনি রিসোর্টে বেড়াতে এসেছিলেন বলে জানান মামুনুল হক।

dhaka tribune ad2

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান সন্ধ্যায় জানান, আমরা মামুনুল হকের সঙ্গে কথা বলছি,তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।