নারীদের স্বাস্থ্য সচেতনতায় স্কুটিতে চার নারী

NewsDetails_01

নারীর নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির জন্য স্কুটিতে চড়ে চার নারী পার্বত্য জেলা বান্দরবানে সফর করেছেন ।

রবিবার বান্দরবান সুয়ালক উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময়ের আয়োজন করেন ভ্রমন ভিত্তিক সংগঠন ট্রাভেলস অব বাংলাদেশ ।

NewsDetails_03

এসময় স্কুলের শিক্ষার্থীদের নারীদের নিরাপত্তা, পুষ্টি, নারী স্বাস্থ্য সচেতনতা, বিপদে আত্মরক্ষার কৌশল, বয়ঃসন্ধিকালীন সমস্যা, বাল্য বিবাহ রোধ,পর্যটন ও দেশের মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন ।

ভ্রমন কন্যা নামের এই দলটির নেতৃত্ব দেন ভ্রমন ভিত্তিক সংগঠন ট্রাভেলস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজের ইর্ন্টান চিকিৎসক ডা. সাবিয়া হক। সাথে ছিলেন ডা. মানসী সাহা, সিলভী রহমান ও শামসুর রহমান সুমা ।

আয়োজকরা জানিয়েছেন, সারা দেশে নারীদের সচেতন করতে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ভ্রমণ কন্যারা ২টি স্কুটি নিয়ে দেশ ভ্রমণ শুরু করে। রবিবার তারা ৬১ তম জেলা বান্দরবান সফর করেন। সোমবার দলটি রাঙ্গামাটিতে সচেতনতা মূলক অনুষ্ঠানে অংশ নেবে।

আরও পড়ুন