নারী ও শিশু ধর্ষণ বন্ধে বান্দরবানে মানববন্ধন

NewsDetails_01

তিন পার্বত্য জেলা সহ সমগ্র বাংলাদেশের নারী ও শিশু ধর্ষণের সুষ্ঠ বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । পার্বত্য চট্টগ্রাম ইউম্যান রিসোর্স নেটওয়ার্ক সহ কয়েকটি সামাজিক সংগঠন এ মানববন্ধনে অংশ নেয় ।

NewsDetails_03

আজ রবিববার সকালে (২৭ সেপ্টেম্বর) বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে তারা এ মানববন্ধন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচংমং, খুমি সোশ্যাল কাউন্সিলের সভাপতি লেলুন খুমি, নারী নেত্রী ডনাই প্রু নেলী। এছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন সংগঠনের কর্মীরা এতে অংশ নেন।

এ সময় বক্তারা পার্বত্য জেলায় নারী ও শিশু ধর্ষণের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

আরও পড়ুন