আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১২ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে মহিলা সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এইবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো,’প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার”। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহিলা সমাবেশ এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে, দেশে আজ সব ক্ষেত্রে নারীরা এগিয়ে গেছে, নেতৃত্ব দিচ্ছে।
সমাবেশে কাপ্তাই প্রানি সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই ২৪ আনসার ব্যাটালিয়নের উপ অধিনায়ক সোহাগ পারভেজ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ যে, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।