বান্দরবানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন এর উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান শহরের মধ্যম পাড়াস্থ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সভাপতি শ্রী: উছোমং মারমা,সদর থানা সভাপতি শ্রী: উচসিং মারমা, মহিলা সমিতির সাধারণ সম্পাদক বান্দরবান জেলা শাখা শ্রীমতি ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা, মহিলা সমিতি জেলা সাংগঠনিক সম্পাদক শ্রীমতি: রেমএং ময় বম, যুব সমিতি জেলা সাংগঠনিক সম্পাদক শ্রী: সাইন থোয়াই মারমা, পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা প্রু নুঅং মারমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সভানেত্রী শান্তিদেবী তঞ্চঙ্গ্যা। সভার সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বান্দরবান জেলা সভাপতি ও বান্দরবান সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি: ওয়াইচিং প্রু মারমা।
বক্তারা বলেন, সমাজের অর্ধেক অংশ নারীদের অবহেলিত, অবদমিত ও বঞ্চিত রেখে যেমনি কোন সমাজের প্রগতি অর্জন সম্ভব নয়, তেমনি নারীর উপর রাষ্ট্রীয় বৈষম্য, জাতিগত-সাম্প্রদায়িক সহিংসতা, নিপীড়ন ও বঞ্চনা জিইয়ে রেখে কোন দেশে গণতান্ত্রিক ও প্রগতিশীল সমাজব্যবস্থা বিনির্মাণ সম্ভব হতে পারে না। পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির উপর যে জাতিগত নিপীড়ন ও সহিংসতা তা থেকে জুম্ম নারীর মুক্তি ও নিরাপত্তা, সর্বোপরি জুম্ম নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিকল্প নেই।
বক্তারা আরো বলেন, রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে ওরাছড়ি গ্রামে দুই মারমা কিশোরী ধর্ষণ ও শ্লীলতাহানির এখনো পর্যন্ত বিচার হয়নি বলে অভিযোগ করেন এবং রাণী ইয়েন ইয়েন এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।