নারী দিবস উপলক্ষ্যে বান্দরবানে আলোচনা সভা

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে।

আজ ০৮ মার্চ (মঙ্গলবার) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের সভাপতি অংচমং মার্মা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

NewsDetails_03

এসময় সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুৎফুর রহমান, সুরাইয়া আক্তার সুইটি, মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) বান্দরবানের সাধারণ সম্পাদক লালজারলম বম, সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গ্যা, পিফোরডির ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মংশেনুক মার্মাসহ সংবাদকর্মীরা।

এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, নারীদের সুরক্ষার মাধ্যমেই আগামী দিনের সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নারীদের সঠিকভাবে যত্ন নেয়া এবং পরিবারের সকলের সাথে সুন্দরভাবে জীবনযাপন করার মাধ্যমেই একজন নারীর ভবিষ্যৎ আরো নতুনরুপে সৃষ্টি হয়।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, নারীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে আর সেজন্য নারীরা বর্তমানে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হচ্ছে।

আরও পড়ুন