না ফেরার দেশে ছোট রাণী মাতা মাশৈনু

NewsDetails_01

বান্দরবানের প্রয়াত বোমাংগ্রী মংশৈপ্রু চৌধুরীর স্ত্রী ছোট রাণীমাতা মাশৈনু আর নেই। তিনি ৯২ বছর বয়সে আজ বুধবার (২৮ জুলাই) সকালে জেলা শহরের নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান, ৪ কন্যা সন্তানসহ স্বজনদের রেখে যান।

NewsDetails_03

এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ছোট রাণীমাতা মাশৈনু এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আরো শোক প্রকাশ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’সহ অনেকে।

আরও পড়ুন