বান্দরবানের আলীকদম উপজেলায় নিখোঁজের ৫ দিন পর মাটি চাপা দেওয়া অবস্থায় আয়ুষ দাশ নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) আলীকদম বাজারের হিন্দুপাড়া এলাকার ঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়ুষ দাশ (২.৬) ওই এলাকার শংকর দাশের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে শিশুটিকে আলীকদম মাছ বাজারে পাশে মুরগীর দোকানের সিসি ক্যামরায় আরফাত (৭) নামে আরেক শিশুর হাত ধরা অবস্থায় দেখার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। নিখোঁজের ৪ দিন পর হিন্দুপাড়া এলাকার ঝিরির বালিতে মরদেহটি অর্ধেক পুঁতা অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে। তবে এটি হত্যাকান্ড কিনা তা জানতে পারেনি পুলিশ।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।