নিজ ভাষায় বই পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

NewsDetails_01

রবিবার সারাদেশে বই উৎসবের ভীড়ে ভিন্নরকম এক আমেজ ছিল পার্বত্য জনপদে। কেননা এদিন পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে প্রথমবারের মতো তুলে দেওয়া হয় মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বই। স্বাধীনতার ৪৫ বছর পর বর্তমান সরকারের এই উদ্যোগ সাড়া ফেলে পার্বত্য জনপদে।সকাল থেকেই পার্বত্য রাঙামাটির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঙালি শিশুদের পাশাপাশি পাহাড়ি শিশুরাও আসে বই উৎসবে। বই পেয়ে উচ্ছ্বাসিত পাহাড়ি শিশুরা।তবে বছরের প্রথম দিনই সব স্কুলে মাতৃভাষায় বই দেওয়া সম্ভব হয়নি। দুই একদিনের মধ্যে বাকি বই পৌঁছে যাবে বলে জানানা প্রাথমিক শিক্ষার দায়িত্বপ্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।এ বছর রাঙামাটি জেলায় চাকমা, মারমা এবং ত্রিপুরা ভাষার ১২ হাজার ১৩১ জন শিশুকে নিজ নিজ মাতৃভাষার বই ও অনুশীলন খাতা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষার দায়িত্ব প্রাপ্ত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জেবেন নেছা রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান।

আরও পড়ুন