নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ শনিবার সকালে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়িতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করছে রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
এইসময় রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার (দিপু), কাপ্তাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি দিলদার হোসেন, জেলা বিএনপি নেতা ডাঃ রহমত উল্ল্যাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমে অংশ নেন।