নিত্য পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাই নতুনবাজারে মনিটরিং

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটির কাপ্তাই নতুনবাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ সোমবার (৩ মার্চ) দুপুর ১ টা হতে ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন।

NewsDetails_03

অভিযান পরিচালনাকালে দোকানীদের মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদকরণ,ব্যাবসায়ীদের দ্রব্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা শিবলু বড়ুয়া সহ এইসময় থানা পুলিশের সদস্য ও নতুনবাজার ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন