নির্বিচারে পাথর উত্তোলন করা হলে পরিবেশ বিপর্যয় ঘটবে এবং স্থানীয় লোকজন পানীয় জলের সমস্যায় পড়বে। বুধবার বিকালে বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পাহাড়ের বিভিন্ন ঝিরি, ঝর্ণা, খাল ও পাহাড় খোদাই করে অবৈধ পন্থায় উত্তোলন করা পাথর কোথায় যায়, তা দেখতে হবে। এসময় তিনি আলীকদমসহ বান্দরবান জেলার অন্যান্য এলাকায় অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেন।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামের সভাপতিত্বে ও নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলীকদম জোন কমাÐার লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান, বান্দরবানের জেলা প্রশাসনের এডিসি শফিউল আলম, জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা ও কাইনথপ ম্রো, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।