বাংলাদেশ আওয়ামী লীগ সেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আজ বুধবার সকাল ১০.৩০ মিনিটে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যু কালে তারঁ বয়স হয়েছিল ৫৮বছর। তিনি স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ সেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ এর প্রয়ানে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন, বান্দরবান জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিং থোয়াই।
তারা এক যৌথ বিবৃতিতে তার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।