নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে কাল ঘুমধুম যাচ্ছেন বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় হতাহতদের পরিবারকে সমবেদনা জানাতে কাল বুধবার সকাল ১০টায় ঘুমধুমে যাচ্ছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তছলিম ইকবাল চৌধুরী পাহাড়বার্তাকে বলেন, কাল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পৌছে তিনি হতাহতদের পরিবারকে সমবেদনা জানাবেন। এসময় তিনি নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা করতে পারেন।
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ৩ জন নিহত, আহত হয়েছে ১ জন। নিহতরা হলেন- সোনা মেহের,মো:আবু ও জসিম উদ্দিন। তাদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারটার দিকে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে পড়লে এই শ্রমিকরা নিহত ও একজন আহত হবার ঘটনা ঘটে। পরে নিরাপত্তাবাহিনী, দমকলকর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে।

আরও পড়ুন