নেতা হত্যার প্রতিবাদে বান্দরবানে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

NewsDetails_01

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক মং চিংউ মার্মাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগ। মিছিলটি জেলা শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়েশহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবি, যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।

NewsDetails_03

এসময় বক্তারা অনতিবিলম্বে এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। তারা আরো বলেন, এই ঘটনার যথাযথ শাস্তি নাহলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কার্বারী পাড়ায় সন্ত্রাসীরা যুবলীগ নেতা মংচিংউ মারমাকে গুলি করে হত্যা করে।

প্রসঙ্গত,গত ৭জুলাই একই এলাকায় সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের জেলা সভাপতিসহ ৬ জনকে হত্যা করে।

আরও পড়ুন