বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে রাঙামাটির সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.মোয়াজ্জম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোছা.সুমনী আক্তারসহ পৌর কাউন্সিলরগন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রাঙামাটিতে প্রাকৃতিক দুর্যোগকে কাজে লাগিয়ে যারা সবকিছুর দাম বৃদ্ধি করছে ও বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রামসহ সারাদেশের সাথে যোগাযোগ রাখতে নৌ পথে রাঙামাটি হতে কাপ্তাই, কাপ্তাই হতে রাঙামাটি প্রতিদিন সকাল ৯ টা ও দুপুর ৩ টায় রিজার্ভ বাজার লঞ্চ ঘাট ও কাপ্তাই জেটি ঘাট হতে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।