পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ওসি নাসির উদ্দীন

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অসহায় দুঃস্থ পথচারী মানুষ এবং মানসিক ভারসাম্যহীনদের মাঝে ইফতার বিতরণ করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন।

মঙ্গলবার ( ৪ এপ্রিল) বিকালে উপজেলার বড়ইছড়ি এলাকায় সড়কের পাশে অবস্থান নেওয়া নিম্নআয়ের অসহায় মানুষ ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, মাহে রমজানের এই পবিত্র মাসে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে অসহায় নিম্ন শ্রেণীর মানুষ এবং মানসিক ভারসাম্যহীন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করার কর্মসূচী আগামী ১০ দিনের জন্য গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও তিনি সকলকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মানার জন্য আহবান জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।