পথ হারিয়ে ৯৯৯-এ ফোন, উদ্ধার করল পুলিশ

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই লেকের মাঝ পথেই ঘটে বিপত্তি, বোটের তেল ফুরিয়ে গেলে লেকের মাঝখানে বোট বন্ধ হয়ে যায়। এরই মধ্যে কাপ্তাই লেকে উত্তাল ঢেউ, বাতাস আর বৃষ্টি ও অন্ধকার হতে শুরু করে। কাপ্তাই লেকের ঢেউ আর বাতাসে বোট ডুবে যাওয়া অবস্থা। প্রাণের ভয়ে সকল পর্যটক কান্নায় ভেঙ্গে পড়ে। সাহায্যর আকুতিও কারো কানে যাচ্ছে না বৃষ্টি আর বাতাসের শব্দে। এমন পরিস্থিতিতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ দিয়ে সাহায্য প্রার্থনা করে মো: রাসেদ নামে বিপদে পড়া পর্যটকদের একজন।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় ফোন পেয়েই উদ্ধার অভিযানে নেমে পড়ে রাঙামাটি জেলা পুলিশ। পর্যটকরা সঠিক লোকেশন দিতে না পারায় কাপ্তাই লেকে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সন্ধ্যা ৭টার দিকে পর্যটকদের পেদা টিং টিং এলাকা থেকে আটকে পড়া পর্যটকদের খুঁজে পায়।

NewsDetails_03

৯৯৯ এ ফোন দেয়া পর্যটক মো. রাসেদ বলেন, বেড়াতে এসে এমন বিপদে পড়বো, ভাবিনি। বৃষ্টি, বাতাস ও উত্তাল ঢেউয়ের ভয়ে নারী ও বাচ্চারা কান্না জুড়ে দিয়েছিল। পরে ৯৯৯ এর কথা মাথায় আসতেই ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চেয়েছি। ফোন করার ঘণ্টা খানেকের মধ্যে রাঙামাটি জেলা পুলিশ আমাদের বিপদ থেকে উদ্ধার করে। তিনি এ বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য রাঙামাটি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘কন্ট্রোল রুমে ফোন আসার সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে দ্রুত পর্যটকদের উদ্ধারের উদ্যোগ নিই। রাত হাওয়ায় তাদের বোট খুঁজে পেতে কিছুটা সময় লাগে।’ উদ্ধারের পর পর্যটকদের নিরাপদে চট্টগ্রাম পৌঁছানোর ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন