পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ উৎসবে বান্দরবান বিশ্ববিদ্যালয়

NewsDetails_01

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ শনিবার (২৫ জুন) উদযাপন করা হয়।

NewsDetails_03

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ.ইমাম আলি। শুরুতেই বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের মাহেন্দ্রক্ষন সরাসরি প্রদর্শন করা হয়। এরপর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে কেক কেটে আনন্দ উৎসব করা হয় এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ হতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ.এফ. ইমাম আলি পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবায়নের রুপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-কে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই অনুষ্ঠানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সম্মানিত শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন