পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কাপ্তাই থানা পুলিশের আনন্দ র্যালী
আমার টাকায় আমার সেতু,বাংলাদেশের পদ্মা সেতু “এই প্রতিপাদ্যেকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালির আয়োজন করে রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ। আজ শনিবার এই উপলক্ষে আনন্দ র্যালিটি কাপ্তাই থানাধীন বড়ইছড়ি সদরে অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দ র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। এসময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন সহ থানার অফিসার, পুলিশ সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে কাপ্তাই থানা কার্যালয়ে উপস্থিত সকলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি দেখেন।