পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বান্দরবানে সাংস্কৃতিক আয়োজন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজনে মুখর ছিল বান্দরবান। উদ্বোধন উপলক্ষে ২৫ জুন (শনিবার) সন্ধ্যায় বান্দরবান রাজার মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে ফানুস বাতি উড়িয়ে ও আতসবাজি প্রদর্শনের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তোলা হয়। এসময় ফানুসবাতি আর আতসবাজি প্রদর্শন এ যোগ দেয় অসংখ্য মানুষ।
পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসময় জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক শিল্পীরা বিভিন্ন সংগীত, নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকের মাতিয়ে তুলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটিসহ জেলা প্রশাসন ও সরকারী বেসরকারী কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা এবং সাংস্কৃতিক কর্মীরা।