পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রোয়াংছড়িতে পুলিশের আনন্দ র‌্যালি

NewsDetails_01

আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু, স্বপ্ন ছোঁয়ার দিন আজ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ বান্দরবানের রোয়াংছড়ি থানা কর্তৃক অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানের নেতৃত্বে দৃশ্যমান পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে আনন্দ র‌্যালি করা হয়।

NewsDetails_03

র‌্যালিটি রোয়াংছড়ি থানা প্রাঙ্গন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে এসে শেষ হয়। আজ শনিবার (২৫ জুন) আয়োজিত অনুষ্ঠান র‌্যালি শেষে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, বাঙ্গালী জাতির অহংকার, আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক হচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু। দেশে কোটি মানুষের কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতুটি বাস্তবায়ন হওয়ায় বিশ্বে বাংলাদেশের গৌরব অর্জিত হয়েছে বলে জানান।

আরও পড়ুন