পরিবহনে রুচিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে :মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, এত রাস্তাঘাট হচ্ছে যে পরিবহন সেক্টর সেবা দিয়ে শেষ করতে পারবে না। আগের দিন নেই। পরিবহন সেক্টরের সাথে সংশ্লিষ্টদের এই সেক্টরে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে, রুচিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে।

সোমবার (২১ জুন) দুপুরে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাস ষ্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

NewsDetails_03

মন্ত্রী আরো বলেন, পরিবহন সেক্টরকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায় সে ব্যাপারে মালিক শ্রমিকদের ভাবনায় রাখতে হবে। দেশকে উন্নতির শিকড়ে নিয়ে যাওয়া এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে ্এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর গৃহহীনদের গৃহ দেওয়া এটা পুরো বিশ্বেই নজিরবিহীন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন ও ৭৫ লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি বাস স্টেশন পাড়ায় ফুট ব্রীজ সহ রাস্তার ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো.আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন