পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’র সমাপনী হলো বগালেকে
সারাদেশের সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পার্বত্য এলাকায় প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একটি করে মডেল প্রসূতি বান্ধব কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীতে ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে।
আজ বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সকালে বান্দরবানের রুমা উপজেলার বগালেকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ এসব কথা বলেন।
সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অংচালু বলেন, সরকার কিশোরী ও প্রসুতি নারী দের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে,বিনামুল্যে ওষুধসহ সেবা প্রদান করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
সমপানী অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অংচালু,পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক এমরান হোসেন চৌধুরী, ডিস্ট্রিক কনসালট্যান্ট ডা: মো:নুুরুস সাফা চৌধুরী, মেডিকেল অফিসার ডা:নাজমুল হাসান সাঈদ,রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মার্মা,মহিলা ভাইস চেয়ারম্যান নু ম্রাউ মার্মাসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
এসময় সমাপনী অনুষ্ঠানে বগালেক পাড়ার প্রায় শতাধিক কিশোরী ও নারীদের বিনামুল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করে বিশেষজ্ঞ ডাক্তাররা।