পরিস্থিতি স্বাভাবিক হলে ৩ পার্বত্য জেলা পর্যটকদের জন্য খোলা হবে
বান্দরবানে ধর্ম উপদেষ্টা
নিরাপত্তার জন্য এখানে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে, প্রশাসন যদি মনে করে তখন যে কোন সময় তিন পার্বত্য জেলা পর্যটকদের জন্য খোলা হবে।
আজ রবিবার (২০ অক্টোবর) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের চা বাগানের প্রবেশ মুখের পাশে জেলা মডেল মসজিদ স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রতি যাতে রক্ষা হয়, পাহাড়ি বাঙ্গালি যাতে সহ-অবস্থানে থাকতে পারে, সেজন্য পার্বত্য মন্ত্রণালয় কাজ করছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সংস্কারে হাত দেয়া হয়েছে, সংস্কারের কাজ চলছে। অত্যন্ত দক্ষ মানুষ দিয়ে আমাদের সংস্কার কার্যক্রম চলছে।
তিনি বলেন, আমরা এমন একটা জায়গায় মসজিদ চাচ্ছি যেখানে মুসল্লিদের সমাগম হবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন হবে।
এসময় উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু: আ: হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ্ মোজহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ##