পর্যটকদের ভ্রমন ও নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে বান্দরবানে পুলিশের মতবিনিময়

আসন্ন ঈদের ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভ্রমন আনন্দদায়ক এবং নিরাপদ করার পাশাপাশি ঈদে বান্দরবানে বাসসহ সকল যানবাহনে যাতে নিরাপদে ভ্রমন করা যায় সেলক্ষ্যে এক মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা পুলিশ।

আজ বুধবার (৫মার্চ) দুপুরে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

এসময় সভায় বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বাস,মাইক্রো, জীপ, কার,ত্রি হুইলার, সিএনজি চালিত ট্রেক্সিসহ বিভিন্ন পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্ধদের সাথে মতবিনিময় করেন এবং রমজান ও ঈদে যাতে যাত্রাপথে কোন পর্যটক এবং যাত্রী কোন সমস্যার সম্মুখীন না হয় সেজন্য সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

এসময় পুলিশ সুপার সড়কে অযথা গাড়ী রেখে যানজট সৃষ্টি না করার পাশাপাশি সঠিক সময়ে বাস গাড়ী গন্তবের উদ্যোশে ছেড়ে যাওয়া এবং পাহাড়ী সড়কে অতিরিক্ত গতি ব্যবহার না করে ট্রাফিক আইন মেনে যানবাহন পরিচালনা করার পরামর্শ দেন। এসময় পুলিশ সুপার সড়কে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পাশাপাশি কেউ যাতে পরিবহণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সকল পরিবহণ নেতৃবৃন্ধদের আরো সচেতন হওয়ায় পাশাপাশি যেকোন সমস্যায় আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা নেয়ার পরামর্শ দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজেমী, আবদুল করিম, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদ পারভেজ, সদর ট্রাফিকের টিআই মো.আলী আজম, বান্দরবান পূর্বানী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু দাশ, বান্দরবান জীপ,মাইক্রো,কার মালিক সমবায় সমিতির সভাপতি মো.নাছিরুল আলমসহ বিভিন্ন পরিবহণ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন