বছর শেষে রাঙামাটির জন্য সুখবর বয়ে আনল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। সংস্থাটির পক্ষ থেকে দীর্ঘ একদশক পর বয়স ভিত্তিক ক্রিকেটের ভেন্যু হিসেবে আবারো রাঙামাটি মারী স্টেডিয়ামের নাম ঘোষনা করা হয়েছে। দীর্ঘ এক দশক পর রাঙামাটি ভেন্যু পাওয়ায় জেলার ক্রীড়াঙ্গনের খেলোয়াড়, ক্রীড়াসংগঠক থেকে শুরু করে সকলের মাঝে বইছে আনন্দের জোয়ার।
জানা গেছে, ২০০৬-১০ মেয়াদে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পরিষদের ক্রিকেট উপ কমিটির আহবায়ক ও সহ সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর থাকাকালীন রাঙামাটি জেলার ক্রিকেটের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে অনেক কাঠখড় পুড়িয়ে রাঙামাটিকে বয়স ভিত্তিক ক্রিকেটের ভেন্যু হিসেবে বিসিবির খাতায় নাম লেখানোর ক্ষেত্রে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেন।

এরপর থেকে নিয়মিতভাবে বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হয়ে আসলেও ২০১৪ সালে রাঙামাটি ভেন্যুতে বিসিবির সর্বশেষ বয়স ভিত্তিক ক্রিকেট অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থার অনাগ্রহ ও নানা অযুহাতের কারণে রাঙামাটি ভেন্যু বাতিল করা হয়। ক্রিকেটে পিছিয়ে থাকা পাহাড়ী জেলা রাঙামাটির ক্রীড়া কর্তাদের এমন সিদ্ধান্ত তখন ব্যাপক সমালোচিত হয়। সে সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পরপর দুইবার বিসিবির কাউন্সিলরের দায়িত্বে ছিলেন ফুটবলার বরুন বিকাশ দেওয়ান। এরপর গত একদশক বিসিবি থেকে রাঙামাটির ভেন্যুর বিষয়ে কোন সুখবর পাওয়া না গেলেও জেলা ক্রীড়া সংস্থার বর্তমান এ্যাডহক কমিটির দৌঁড়ঝাপে পুনরায় রাঙামাটিকে ভেন্যু হিসেবে ঘোষনা করে বিসিবি।
সদ্য ঘোষিত সুচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত ইয়াং টাইগার্স অনুর্ধ ১৪ ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগের সি গ্রুপের খেলা আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী পর্যন্ত রাঙামাটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে চট্টগ্রাম, চাঁদপুর ও খাগড়াছড়ি ডাবল লীগ পদ্ধতিতে একে অপরের মোকাবেলার করবে। প্রতিযোগিতার সেমি ও ফাইনাল অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা স্টেডিয়ামে।
রাঙামাটি মারী স্টেডিয়ামে ৩০ ডিসেম্বর সকাল ৯টায় প্রথম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম ও চাঁদপুর অনুর্ধ ১৪ জেলা দল।