পানছড়িতে পাহাড় কাটার দায়ে লাখ টাকা জরিমানা
খাগড়াছড়ির পানছড়ির দমদম এলাকায় পাহাড় কাটায় দায়ে দু’জনকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট অঞ্জন দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ এর (খ) ধারায় পাহাড় কাটার অপরাধে কাজল দে ও তৌহিদুল ইসলাম তপু নামে দু’জনকে ১ লাখ টাকা জরিমানা করেন।
অঞ্জন দাশ জানান, পরিবেশ বিধ্বংসী পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার সর্বত্র অবৈধ ভাবে পাহাড় কাটা, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।