খাগড়াছড়ির পানছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আসা প্রায় ১৩শ’ পিচ ভারতীয় ট্যালকম পাউডার এবং এক কেজি গাঁজাসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, পিয়াস বড়ুয়া ও মো. বেলাল হোসেন। তারা দুজনই পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ও নকুল কুমার মাষ্টার পাড়া বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানা পুলিশ জানায়, আজ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নং লতিবান ইউপির কুড়াদিয়া ছড়ায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় কুড়াদিয়া ছড়া ব্রীজের উত্তর পার্শ্বে পানছড়ি-খাগড়াছড়ি রাস্তায় চোরাচালানের সাথে সম্পৃক্ত পিয়াস বড়ুয়া ও মো. বেলাল হোসেনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে ০১ (এক) কেজি গাঁজা এবং শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ১,২৬৫ (এক হাজার দুইশত পয়ষট্টি) পিচ ভারতীয় ট্যালকম পাউডার উদ্ধার করা হয়।
এ ঘটনায় পানছড়ি থানায় বিশেষ ক্ষমতা ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছে পুলিশ সুপার।