খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়ার ভাগিনা রৌওশন আলী (৩৫) ও শামীম (২৫) নামের দুই যুবককে ৮শ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যা ৭টায় পানছড়ির পোড়াবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
খাগড়াছড়ি ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়ির পোড়াবাড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে ৮শ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
পানছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া বলেন, আমি সারাদিন পানছড়িতে ছিলাম না। এসে শুনলাম দুজনকে ইয়াবাসহ ডিবি আটক করেছে। এ সময় তিনি আটককৃত দুজনের মধ্যে রৌওশন আলী তার ভাগিনা বলে স্বীকার করেন।
স্থানীয় সূত্র জানায়, পানছড়িতে প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাদকের জমজমাট বাণিজ্য চালিয়ে আসছিল। চক্রটি ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়-স্বজন ও দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করে আসলেও অবশেষে আটক হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী।