পানছড়িতে এক পরিবারকে এলাকা ছাড়া করলেন আ.লীগ নেতা উত্তম !

NewsDetails_01

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক উত্তম কুমার দের বিরুদ্ধে ত্রাস সৃষ্টির মাধ্যমে এক পরিবারকে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে। মূলত: পানছড়ি বাজারের কয়েক কোটি টাকা মূল্যের সম্পদের দখল নিতেই ওই পরিবারটির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন উত্তম ও তাঁর পরিবার। গত রোববার খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মো.আবদুল করিম নামে এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে বলেন,‘পানছড়ি বাজারের ত্রাস সৃষ্টিকারী উত্তম বাহিনী আমরা নামের কুৎসা রটিয়ে মানববন্ধন করেছে। অথচ আমি তাদের অত্যাচারের অতিষ্ঠ হয়ে ভিটে মাটি ছেড়ে প্রাণভয়ে খাগড়াছড়িতে মানবেতর জীবনযাপন করছি। তারা আমাকে যে কোন সময় মেরে ফেলতে পারে। ’

তিনি আরো বলেন,‘মহামান্য সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশন ২০১৭ সালের ১৬ জুলাই এক আদেশে আমার জমি বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা দেয়। কিন্ত উত্তম ও বিজয় বাহিনীর কারণে আমি জমির দখল নিতে পারিনি। তারা আমার বাড়িঘর পুড়িয়ে দেয়। ’
সংবাদ সম্মেলনে আবদুল করিম বলেন,‘উত্তর কুমার দে পানছড়িতে এসে এলাকায় প্রভাব বিস্তার করে নিরীহ ও সাধারণ মানুষের কোটি টাকা আত্মসাৎ করে ৭ বছর পলাতক ছিল। ২০১৯ সালে তার বড় ভাই বিজয় কুমার দে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সে এলাকায় (পানছড়ি) ফিরে আসে। আওয়ামী লীগের পদ ব্যবহার করে উত্তম ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। উপজেলায় সকল সরকারি বেসরকারি উন্নয়ন কাজে তাদেরকে শেয়ার দিতে হয়। এছাড়া খাগড়াছড়ি, ফটিকছড়ি ও চট্টগ্রাম বিভাগীয় শহরে বিপুল সম্পদের মালিক হয়েছে।’

NewsDetails_03

এছাড়া এই দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রী বরাবর আবেদন করেছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতেই চাইলে উত্তম কুমার দে জানান,‘ এসব অভিযোগ সর্ম্পূণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। নিজের সর্ম্পকে নিজে কিছু বলব না আপনার মানুষকে জিজ্ঞাসকে করতে পারেন। সে যতগুলো অভিযোগ করেছে একটা অভিযোগ যদি সে প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দিব। তবে প্রমাণ করতে না পারলে এই বিচারের দায়ভার জনগণ ও সাংবাদিক মহলের উপর দিলাম। আমরা সাধারণ মানুষের পক্ষে আছি বলেই আমাদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে’

এদিকে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দে ও যুগ্ম সম্পাদক উত্তম কুমারের বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পানছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ, উপজেলা ছাত্রলীগ উপজেলা সনাতন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন