পানছড়িতে নৌকার মনোনয়ন পেলেন যারা
খাগড়াছড়ির পানছড়ির লোগাং ইউপিতে মিলন কান্তি সাহা, চেঙ্গী ইউপিতে মুনিন্দ্র লাল ত্রিপুরা, পানছড়ি সদর ইউপিতে মো. নাজির হোসেন, লতিবান ইউপিতে কিরন ত্রিপুরা ও উল্টাছড়ি ইউপিতে মো. আহির উদ্দিনকে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে।
আজ ৭ জানুয়ারি (শুক্রবার) দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
এরআগে গতকাল ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা চুড়ান্ত করা হয়৷
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৭ম ধাপে খাগড়াছড়ির পানছড়ির ৫ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্যদেরই যাচাই-বাছাই করে মনোনয়ন প্রদান করেছেন। আশাকরি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এ পাঁচ ইউপিতে বিপুল ভোটে নির্বাচিত হবে৷