পানছড়িতে স্থগিত কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবী আওয়ামী লীগ প্রার্থীর
খাগড়াছড়ির পানছড়ি সদর ইউপি নির্বাচনে স্থগিত ৫ নং ওয়ার্ডের পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট স্থগিত করার দাবী জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নাজির হোসেন।
তিনি বলেন, আজ ২১ মার্চ (সোমবার) বিকেলে ভোট চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থীর সমর্থকরা ৫ রাউন্ড গুলি বর্ষণ করে কেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করে। পাশাপাশি আমার সমর্থকদের মারধর করে৷ বর্তমানে নৌকার এজেন্টদের বের করে দিয়ে ভোটগননা চলছে বলে জানান তিনি ৷ আমি বিষয়টি দ্বায়িত্বরত রিটানিং অফিসারকে অবগত করে কোন সুরাহা পাইনি।
তিনি আরও বলেন, এ ঘটনার পরপর ভোটাররা আতঙ্কিত হয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে গেছে। এ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করার আবেদন জানাচ্ছি।
এ বিষয়ে দ্বায়িত্বরত রিটার্নিং অফিসার শামসুল আলম বলেন, নৌকার এজেন্টকে ভেতরে রেখেই ভোটগননা চলছে। এসময় মুঠোফোনে নৌকার এজেন্ট ওমর ফারুকের সাথে কথা বলিয়ে দেন তিনি।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।