পারিবারিক আদালত না থাকায় ন্যায়বিচার পাচ্ছে না

NewsDetails_01

পার্বত্য তিন জেলায় পারিবারিক আদালত নেই । আর পারিবারিক আদালত না থাকায় দেনমোহর, তালাক, ভরণপোষণ, শিশুর জিম্মা সংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তি করতে পারছে না । যার কারণে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাচ্ছে না ।
শনিবার সকালে পার্বত্য চট্টগ্রামে প্রচলিত আইনে প্রায়োগিক সমস্যা, সম্ভাবনা ও উত্তরণের শীর্ষক আলোচনা সভায় এসব কথায় তুলে ধরনে বক্তারা ।
বান্দরবান জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজের বিচারক লা মং, জেলা প্রশাসক আসলাম হোসেন সহ আরো অনেকে ।
বক্তারা আরো বলেন, হিল ট্রাক্ট রেগুলেশন আইনে জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত হোল্ডিং বিভাজন করা যাবে না । যার কারণে জায়গার চৌহদ্দি বিভাজন করা যাচ্ছে না । এই কারণে পারিবারিক জমি-জমা সংক্রান্ত জটিলতা বাড়ছে ।
এছাড়াও জেলা পরিষদের পূর্বানুমোদনের শর্ত থাকায় জমির ক্রেতা আদালতের মাধ্যমে চুক্তি সম্পাদন করতে পারছে না ।ফলে ভূমি সমস্যা বাড়ছে ।

আরও পড়ুন