পার্বত্যমন্ত্রী ও ডিসি’র রোগ মুক্তি কামনায় রুমায় প্রার্থনা

NewsDetails_01

কোভিড-১৯ এ আক্রান্ত পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম এর সুস্থতা কামনা করে রুমায় নদীতে ছাড়া হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ । এছাড়ও উড়ানো হয়েছে বিভিন্ন প্রজাতির পায়রা এবং আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা সভার ।

আজ রোববার(১৪ জুন) সকালে বান্দরবানে রুমা উপজেলায় অনাথ আশ্রম অগ্রবংশ অনাথালয়ের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু এর নেতৃত্বে এই কর্মসূচি’র আয়োজন করা হয় ।

NewsDetails_03

জানা যায়, মন্ত্রী ও জেলা প্রশাসকের রোগ মুক্তি কামনায় সাংগু নদীতে বিভিন্ন প্রজাতির ৫০টি মাছ ছাড়া হয় । এছাড়ও অগ্রবংশ অনাথালয় প্রাঙ্গণে উড়িয়ে দেয়া হয় পায়রা, করা হয় বিশেষ প্রার্থনা ।

এ সময় উপস্থিত ছিলেন, উক্যসিং মার্মা (শিক্ষক), অংশৈসিং মার্মা, নুমংসিং মার্মা ও মংমিন মার্মাসহ দায়কগণ উপস্থিত ছিলেন।

অগ্রবংশ অনাথালয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের নিয়ে পঞ্চশীল ও অষ্টশীলের মধ্যদিয়ে করা হয় প্রার্থনা।

আরও পড়ুন