পার্বত্যাঞ্চলের তুলার গুণগত মান অনেক ভালো

NewsDetails_01

পার্বত্যাঞ্চলের তুলার গুণগত মান ভালো । দাম দিয়ে নিতে চায় সবাই । শুষ্ক আবহাওয়ার কারণে সাদা তুলা এখানে পাওয়া যায় । আর তুলা যত সাদা হবে তার দাম তত বেশি। আগের চেয়ে তুলার ফলন এখন অনেক বেশি। আমাদের তুলা এখন আন্তর্জাতিক মানে উন্নিত হয়ে গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান পার্বত্য জেলার বাঘাটায় তুলা উন্নয়ন বোর্ডে মিলানায়তনে পার্বত্য চট্টগ্রামে আপল্যান্ড কটন চাষের মাধ্যমে কাপার্স মহলের ঐতিহ্য পুনরুদ্ধার শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো : আখতারুজ্জামান এ কথা বলেন।

NewsDetails_03

তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মো: নাছির উদ্দীন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিইয়ং খুমি, তুলা উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ড. মর্তুজা, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রহমান।

তিনি আরো বলেন, তুলার দাম দিন দিন বাড়ছে। আর কৃষকদের তুলা চাষে খুব সহজ শর্তে ঋণ দেয়া হচ্ছে। তুলা পচনশীল নয় । দীর্ঘদিন এ তুলা সংরক্ষণ করা যায় । মধ্যসত্ত্বভোগী ছাড়াই কৃষক তুলা সহজে বিক্রি করতে পারে । মণ প্রতি ২হাজার ৪০০ টাকার তুলা এখন বিক্রি হচ্ছে ৩ হাজার ৪০০ টাকায় ।
তিন পার্বত্য অঞ্চলের জন্য তুলা চাষ বিষয়ক এরই মধ্যে ৫০ কোটি টাকার বরাদ্দ নেওয়া হয়েছে বলে জানান প্রধান অতিথি।
এছাড়াও বক্তারা, পাহাড়ের মাটি, জুম চাষ, সাথী ফসল, আবহাওয়া, তামাক চাষে ক্ষতিকর দিক, চাষে পাহাড়ের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় নিয়ে আলোকপাত করেন কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ।

আরও পড়ুন