পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষা প্রসারে বিশেষ নজর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উচ্চশিক্ষার প্রসারে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, প্রভোস্ট এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউজিসি চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এরপর ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি এবং উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন।

NewsDetails_03

সভায় ইউজিসি চেয়ারম্যান, ড. এস এম এ ফায়েজ ব‌লেন,”পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে নারীদের শিক্ষায় আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, ড. মোঃ আতিয়ার রহমান ব‌লেন, “আমরা গবেষণা সম্প্রসারণ, স্থানীয় সম্পদের ব্যবহার এবং উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে রাবিপ্রবিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছি।”

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।

আরও পড়ুন